নারী গ্রামপুলিশের শ্লীলতাহানি করে সাজা পেল ইউপি সচিব

প্রতীকী ছবি

নারী গ্রামপুলিশের শ্লীলতাহানি করে সাজা পেল ইউপি সচিব

টাঙ্গাইলের সখীপুরে নারী গ্রামপুলিশকে শ্লীলতাহানির অভিযোগে এক ইউপি সচিবকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদে আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী এ দণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী এ তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোশারফ হোসেন।

তিনি ওই ইউনিয়ন পরিষদের সচিব পদে কর্মরত আছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে পরিষদ ফাঁকা থাকায় পরিষদের দু’তলায় একটি রুম ঝাড়ু দেওয়ার কথা বলে ওই নারী গ্রামপুলিশকে রুমে নিয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করেন মোশারফ। একপর্যায়ে ওই নারী দৌড়ে নিচে নেমে এসে বিষয়টি চেয়ারম্যান কামরুল হাসানসহ উপস্থিত সকলকে জানান।

পরে চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই সচিবকে এক বছরের কারাদণ্ড দেন।

আরও পড়ুন: 

মুরাদকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি

news24bd.tv/তৌহিদ