তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক মামনুন হাসান ইমনের ফাঁস হওয়া ফোনালাপটির বিষয়ে পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে শেষে ইমনকে ছেড়ে দিয়েছে র্যাব । এর আগে গতকাল সোমবার রাতে রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে তাকে ডেকে নেওয়া হয়।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফোনালাপের অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইমনকে ডেকে আনা হয়।
news24bd.tv/আলী