দু'পারের মানুষের রাজনীতি এবং ধর্মটা ভিন্ন

সংগৃহীত ছবি

দু'পারের মানুষের রাজনীতি এবং ধর্মটা ভিন্ন

তসলিমা নাসরিন 

নদীর ওপারে বাংলাদেশের সিলেট, এপারে ভারতের আসাম। আসামের করিমগঞ্জ।  

দু'পারের মানুষের একই ভাষা, একই সংস্কৃতি, একই খাদ্য, একই পোশাক, একই গান, একই সুর, সুখ-দুঃখ একই, একই মানসিকতা, গ্রাম একই রকম দেখতে, একই মাটি, একই গাছপালা, মাথার ওপর একই আকাশ।  

 আরও পড়ুন:


রায়ের পর আবরার ফাহাদের মা যা বললেন!


রাজনীতিটা শুধু ভিন্ন।

কিছু ক্ষেত্রে ধর্মটা ভিন্ন। রাজনীতির ভিন্নতার কারণে নিরাপত্তাও ভিন্ন হয়ে ওঠে। এ কারণেই সুস্থ রাজনৈতিক পরিবেশের, শুদ্ধ গণতন্ত্রের, পূর্ণ বাকস্বাধীনতার এত প্রয়োজন মানুষের।

লেখাটি তসলিমা নাসরিন-এর ফেসবুক থেকে সংগৃহীত ( লেখাটির আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব।

এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

news24bd.tv/ কামরুল