ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতসহ দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
এনডিটিভি জানায়, হেলিকপ্টারে ১৪ জন ছিলেন, পাঁচজন নিহত হয়েছেন। দুজনকে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত আর বিস্তারিত জানা যায়নি।
সেনা সূত্রে জানা গেছে, হেলিকপ্টারে চারজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। এদের মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে। তবে বিপিন রাওয়াত আহত হয়েছেন কি না, তা এখনো জানা যায়নি।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে তামিলনাড়ুর কুন্নুর জেলায় উটির কাছে ঘন জঙ্গলের মধ্যে এ দিন দুপুরে সেনাবাহিনীর এম-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ে।
ওই হেলিকপ্টারে সস্ত্রীক প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতসহ মোট ১৪ জন উপস্থিত ছিলেন।
বিমান বাহিনীর একটি টুইটে নিশ্চিত করা হয়, চিফ অফ ডিফেন্স স্টাফ ফ্লাইটে ছিলেন। তিনি দিল্লি থেকে সুলুরে একটি ফ্লাইট নিয়েছিলেন এবং সেই ফ্লাইট ম্যানিফেস্টে নয়জন লোক ছিল।
আরও পড়ুন
৭ তলা ভবন থেকে লাফ দিল স্কুলছাত্র
news24bd.tv তৌহিদ