সরকারি কর্মীদের জন্য কাজের নতুন সময়সীমা

ফাইল ছবি

সরকারি কর্মীদের জন্য কাজের নতুন সময়সীমা

অনলাইন ডেস্ক

সরকারি কর্মীদের জন্য কাজের নতুন সময়সীমা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। আসছে বছরের ১ জানুয়ারি থেকে দেশটিতে সপ্তাহে মাত্র সাড়ে চারদিন অফিস করতে হবে সরকারি চাকরিজীবীদের।

শুক্রবার অর্ধদিবস এবং শনি ও রোববার পূর্ণ দিবস ছুটি থাকবে তাদের। মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে আমিরাত সরকার।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম জানিয়েছে, পশ্চিমা দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন কর্মদিবস ঘোষণা করেছে আবুধাবি।

আরও পড়ুন

৭ তলা ভবন থেকে লাফ দিল স্কুলছাত্র

দেশটির অর্থনৈতিক ও ব্যবসায়িক খাতে বৈশ্বিক প্রতিযোগিতা বৃদ্ধি এবং উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে চলতে এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সময়সূচি অনুসারে,  সরকারি কর্মীরা সোমবার থেকে বৃহস্পতিবার দৈনিক আট ঘণ্টা অফিস করবেন। তবে শুক্রবার কাজ করতে হবে মাত্র সাড়ে চার ঘণ্টা।

জুমার নামাজের দিনটিতে তারা বাসায় থেকে নাকি অফিসে গিয়ে কাজ করবেন তা নিজেরাই নির্ধারণ করবেন।

news24bd.tv/এমি-জান্নাত