বিপিন রাওয়াত জীবিত, স্ত্রী মধুলিকার অবস্থা আশঙ্কাজনক

ফাইল ছবি

বিপিন রাওয়াত জীবিত, স্ত্রী মধুলিকার অবস্থা আশঙ্কাজনক

অনলাইন ডেস্ক

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতসহ দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন অন্তত পাঁচজন। বিপিন রাওয়াতকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সঙ্গে অন্য আহতদেরও উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত জীবিত আছেন বলে জানা গেছে। এদিকে গুরুতর আহত স্বামী রাওয়াতের সঙ্গে হেলিকপ্টারে সঙ্গী ছিলেন স্ত্রী মধুলিকাও। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনিও। তবে তার অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১২টা ৪০ মিনিটের দিকে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে দেশটির সেনার এমআই- ১৭ হেলিকপ্টারটি।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গণমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়, সেনার ওই হেলিকপ্টারে বিপিন রাওয়াতসহ মোট ১৪ জন ছিলেন। ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধারকাজ চলছে।

আনন্দবাজার আরও জানায়, কুন্নুরে গভীর জঙ্গলে ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়। নীলগিরির কালেক্টর প্রাথমিক ভাবে জানান, ওই দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। তবে পরে জানা যায়, ১১ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন


টেস্ট দেখতে মাঠে মাশরাফি-তামিম (ভিডিও)

news24bd.tv এসএম