অগ্নিদগ্ধ ভারতের প্রতিরক্ষাপ্রধান

সংগৃহীত ছবি

অগ্নিদগ্ধ ভারতের প্রতিরক্ষাপ্রধান

অনলাইন ডেস্ক

তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর জখম চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। বুধবার (৮ ডিসেম্বর) বেলা ১২টা ৪০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে সেনার এমআই- ১৭ কপ্টারটি।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রতিবেদনে প্রকাশ, সেনা সর্বাধিনায়ক রাওয়াতকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

হেলিকপ্টারে বিপিনের সঙ্গে ছিলেন তার স্ত্রী মধুলিকাও। তার জীবন সংকটাপন্ন।

এনডিটিভি জানায়, হেলিকপ্টারে ১৪ জন ছিলেন, পাঁচজন নিহত হয়েছেন। দুজনকে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

এখন পর্যন্ত আর বিস্তারিত জানা যায়নি। এই হেলিকপ্টারে বিপিন রাওয়াত ও তার স্ত্রীও ছিলেন।

সেনার ওই কপ্টারে বিপিনসহ মোট ১৪ জন ছিলেন। দুর্ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে সেনাবাহিনী। দুর্ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করা হয়েছে, তাদের স্থানীয় ওয়েলিংটন ক্যান্টনমেন্টের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি একজনের খোঁজ এখনো পাওয়া যায়নি, তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

আরও পড়ুন


৭ তলা ভবন থেকে লাফ দিল স্কুলছাত্র

news24bd.tv তৌহিদ