দীর্ঘ ৬৮দিন পর বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আব্দুল হান্নান খলিফা (৮২) নামে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। তিনি বগুড়া সদরের বাসিন্দা।
এর আগে সর্বশেষ জেলায় গত ১ অক্টোবর সত্য রঞ্জন ঘোষ (৫৮) নামে এক ব্যক্তি করোনায় মারা গিয়েছিলেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদুল হক করোনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বুধবার বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান ডেস্ক থেকে অনলাইন পেজে এসব তথ্য তুলে ধরা হয়।
আরও পড়ুন:
রায়ের পর আবরার ফাহাদের মা যা বললেন!
তথ্যানুযায়ী বগুড়ায় গেল ২৪ ঘন্টায় ১২০টি নমুনা পরীক্ষায় নতুন করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২ দশমিক ৫০শতাংশ। তবে একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২জন।
জেলায় এ পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৬৯০টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ২১ হাজার ৭৪৮জন এরমধ্য সুস্থ হয়েছেন ২১ হাজার ৮১জন। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে জেলার করোনা বিশেষায়িত ৩টি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ২৭জন।
এর মধ্যে শজিমেক হাসপাতালে ১২জন, মোহাম্মাদ আলী হাসপাতালে ১৩জন এবং টিএমএসএস হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ২জন।
news24bd.tv/ কামরুল