তামিলনাড়ুর কুন্নুরের গভীর জঙ্গলে দুর্ঘটনার কবলে পড়েছে সেনার হেলিকপ্টার। দুর্ঘটনায় গুরুতর জখম চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। বুধবার (৮ ডিসেম্বর) বেলা ১২টা ৪০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে সেনার এমআই- ১৭ কপ্টারটি।
ভারতের গণমাধ্যম আনন্দবাজার জানায়, হেলিকপ্টারেই ছিলেন সস্ত্রীক বিপিন রাওয়ত।
২০১৫ সালে নাগাল্যান্ডের ডিমাপুরে দুর্ঘটনার কবলে পড়ে সেনার চিতা হেলিকপ্টার। কিন্তু আশ্চর্যজনভাবে প্রাণে বেঁচে যান তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়ত। সেই ঘটনার ৬ বছর পর ফের হেলিকপ্টার দুর্ঘটনায় বর্তমান চিফ অব ডিফেন্স স্টাফ বা সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বিপিন রাওয়ত।
আনন্দবাজারের খবরে প্রকাশ, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে নাগাল্যান্ডের ডিমাপুর জেলার রাঙাপাহাড় হেলিপ্যাড থেকে ওড়ে একটি চিতা হেলিকপ্টার। তাতে বিপিন ছাড়াও ছিলেন আরও দুই সেনা প্রধান। তাঁরা হেলিকপ্টারের চালকের আসনে ছিলেন। হেলিপ্যাড থেকে উড়তেই আচমকা ইঞ্জিন বন্ধ হয়ে যায় চিতা হেলিকপ্টারটির। ২০ ফুট উঁচু থেকে সোজা মাটিতে আছড়ে পড়ে। কপ্টারের সওয়ারিদের সামান্য আঘাত লাগে।
আরও পড়ুন:
মুরাদকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি
news24bd.tv/তৌহিদ