ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতসহ দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের বর্ণনা দিল প্রত্যক্ষদর্শীরা।
ভারতের আনন্দবাজার জানায়, দুর্ঘটনার সময় আকাশ থেকে সপাটে মাটিতে আছড়ে পড়ে সেনার হেলিকপ্টার। তারপর গাছে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠেছিল এমআই-১৭ কপ্টারটি।
কৃষ্ণস্বামী নামে কুন্নুরের এক বাসিন্দা বলছেন, প্রথমে একটা কানফাটানো আওয়াজ শুনতে পেলাম।
কৃষ্ণস্বামী আরও বলছেন, এরপর আমি লোকজনকে ডেকে আনি। আমরা সাহায্য করার চেষ্টা করি। দমকল এবং পুলিশকেও খবর দেওয়া হয়।