নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার চরে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তারকৃত আসামি মো. বাবুল (৩৮) ওরফে বাবুল কামার সে হাতিয়ার হরনী ইউনিয়নের নবীনগর গ্রামের মো.আবুল বাসারের ছেলে।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়ার ১ নং হরনী ইনিয়নের নবীনগর গ্রামের বাবুলের বাড়ি এসব অস্ত্র উদ্ধার করে র্যাব।
আরও পড়ুন:
রায়ের পর আবরার ফাহাদের মা যা বললেন!
পুলিশ ও র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন ০১ নং হরনী ইউনিয়ন থেকে অস্ত্রসহ সন্ত্রাসী বাবুলকে গ্রেপ্তার করা হয়।
ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে হাতিয়া থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
news24bd.tv/ কামরুল