বুলেট ট্রেন চালু হলে 

ঢাকা থেকে চট্টগ্রামে যেতে লাগবে মাত্র ১ ঘণ্টা

শেখ জায়েদ

এখন ঢাকা থেকে চট্টগ্রামে যেতে সবচেয়ে দ্রুতগামী ও বিরতিহীন ট্রেনে সময় লাগে প্রায় ৫ ঘণ্টার বেশি। ট্রেনে যোগাযোগ আরো দ্রুতগামী করতে সরকারের পরিকল্পনা বুলেট ট্রেন চালুর।  

এরই মধ্যে শেষ হয়েছে সম্ভাব্যতা সমীক্ষাও ও ড্রয়িং ডিজাইনের কাজও এখন অর্থায়নের অপেক্ষা। বুলেট ট্রেন চালু হলে ঢাকা থেকে চট্টগ্রামে যেতে লাগবে মাত্র ১ ঘণ্টা।

আর এটিই হতে যাচ্ছে যোগাযোগ খাতের দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প, যাতে খরচ পড়বে প্রায় ১ লাখ কোটি টাকা।  

কিংবা জলাবদ্ধতা প্রকল্প এমন অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে চট্টগ্রামে।

আরও পড়ুন:


রায়ের পর আবরার ফাহাদের মা যা বললেন!

ধর্ষণের অভিযোগে ডিবি’র এসআই গ্রেপ্তার


এর মধ্যে নতুন স্বপ্ন দেশের সবচেয়ে ব্যায়বহুল এক প্রকল্প, বুলেট ট্রেন। সমীক্ষা অনুযায়ী ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ২২৭ কিলোমিটার উড়াল রেলপথ নির্মাণ করা হবে।

থাকবে ছয়টি অত্যাধুনিক রেলস্টেশন। পথের পুরোটাই হবে স্বয়ংক্রিয় সিগনাল ব্যবস্থাসম্পন্ন। ট্রেনের গতি হবে ঘণ্টায় ৩০০ কিলোমিটার।

হাইস্পিড রেলপথ নির্মাণ করা হবে ঢাকা-নারায়ণগঞ্জ-কুমিল্লা-ফেনী-চট্টগ্রাম রুটে। স্ট্যান্ডার্ড গেজের দুটি লাইন নির্মাণ করা হবে, যেগুলোর অ্যাক্সেল লোড হবে ১৭ টন ধারণক্ষমতার। বিদ্যুৎচালিত উড়াল রেলপথটি হবে পাথরবিহীন।

সম্ভাব্যতা সমীক্ষাও শেষ হয়েছে। এখন অর্থায়নের অপেক্ষা জানালেন মন্ত্রী।

প্রতিদিন এ পথে ৫০ হাজার যাত্রী পরিবহনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এ রেলপথ বাড়ানোর পরিকল্পনাও আছে ।

news24bd.tv/ কামরুল