৬৫ কিলোমিটার এলাকা জুড়ে লোহার প্রাচীর করেছে ইসরায়েল

ফাইল ছবি

৬৫ কিলোমিটার এলাকা জুড়ে লোহার প্রাচীর করেছে ইসরায়েল

অনলাইন ডেস্ক

গাজা সীমান্তে ৬৫ কিলোমিটার এলাকা জুড়ে লোহার প্রাচীর তৈরির কাজ শেষ করেছে ইসরায়েল। মঙ্গলবার প্রাচীর নির্মাণের কাজের সমাপ্তি ঘোষণা করে তেলআবিব।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানান, শুধু মাটির ওপর নয়, মাটির নিচেও প্রাচীর তৈরি করা হয়েছে। এর সঙ্গে লাগানো হয়েছে সেন্সর।

প্রাচীরের কাছেই তৈরি করা হয়েছে কন্ট্রোলরুম। প্রাচীর নির্মাণ করায় নাগরিকরা নিরাপদে থাকবেন। এই প্রাচীর নির্মাণে ব্যবহার করা হয়েছে, দুই লাখ ২০ হাজার ট্রাক কংক্রিট এবং এক লাখ ৪০ হাজার টন লোহা ও স্টিল।

আরও পড়ুন

সরকারি কর্মীদের জন্য কাজের নতুন সময়সীমা

৭ তলা ভবন থেকে লাফ দিল স্কুলছাত্র

জানানো হয়, লোহার এই ৬৫ কিলোমিটার প্রাচীর সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে দক্ষিণের মানুষকে সুরক্ষিত রাখবে।

তবে প্রাচীর কতটা গভীর করা হয়েছে তা স্পষ্ট করেনি ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়  । ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে মোকাবিলায় ২০১৬ সালে সীমান্তে এই প্রাচীর তৈরি ঘোষণা দেয় ইসরায়েল।

news24bd.tv/এমি-জান্নাত