সৌদি সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ডে জড়িত এক সন্দেহভাজন গ্রেপ্তার

ফাইল ছবি

সৌদি সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ডে জড়িত এক সন্দেহভাজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

আলোচিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত এক সন্দেহভাজন আসামিকে মঙ্গলবার ফ্রান্সে গ্রেপ্তার করা হয়েছে। প্যারিসের ‘শার্ল দ্য গল’ বিমান বন্দরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

রয়টার্স জানায়, খালেদ আয়েধ আলওতাইবি নামের ওই ব্যক্তি খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সন্দেহ রয়েছে। সৌদির একজন সাবেক রাজকীয় প্রহরী তিনি।

আরও পড়ুন

সরকারি কর্মীদের জন্য কাজের নতুন সময়সীমা

৭ তলা ভবন থেকে লাফ দিল স্কুলছাত্র

ওই হত্যাকাণ্ডের ঘটনায় তুরস্কের দাবি করা সন্দেহভাজন ২৬ আসামির মধ্যে আলওতাইবিও একজন। গ্রেপ্তারের এ ঘটনাকে স্বাগত জানিয়েছেন খাশোগির বাগদত্তা হেতিস সেনগিজ। এ ঘটনা একটি বড় ধরণের সাফল্য হতে পারে বলে মন্তব্য করেছেন হত্যাকান্ডটির সাবেক জাতিসংঘের তদন্তকারী অ্যাগ্নেস ক্যালামার্ড।
news24bd.tv/এমি-জান্নাত