ইউক্রেনে আক্রমণের কোনো ইচ্ছে নেই : পুতিন (ভিডিও)

অনলাইন ডেস্ক

ইউক্রেনে আক্রমণ হলে রাশিয়াকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার ইউক্রেন ইস্যুতে ভার্চুয়ালি বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করেন তিনি।

প্রায় দুই ঘণ্টা আলাপ করেন পুতিন ও বাইডেন। তারা যেই ভিডিও লিংকে কথা বলেন তা এর আগে কেউ ব্যবহার করেনি।

এটি খুবই সুরক্ষিত বলে জানিয়েছে রুশ সংবাদমাধদ্যম ‘তাস। দুই পরাশক্তি দেশের বৈঠকে ইউক্রেন ইস্যু ছাড়াও সীমান্তের পূর্ব দিকে ন্যাটোর সম্প্রসারণের বিষয়টি তুলে ধরা হয়।

আরও পড়ুন

সরকারি কর্মীদের জন্য কাজের নতুন সময়সীমা

৭ তলা ভবন থেকে লাফ দিল স্কুলছাত্র

সীমান্তে হাজারো রুশ সেনা মোতায়নের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মস্কোর ওপর ‘দৃঢ় অর্থনৈতিক ও অন্যান্য পদক্ষেপ' নেওয়ার হুমকি দেন বাইডেন। তবে ইউক্রেনে আক্রমণের কোনো ইচ্ছে নেই বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট।

news24bd.tv/এমি-জান্নাত