এর আগেও বিধ্বস্ত হয় এমআই-১৭, প্রাণ হারায় ভারতীয় জেনারেল

সংগৃহীত ছবি

এর আগেও বিধ্বস্ত হয় এমআই-১৭, প্রাণ হারায় ভারতীয় জেনারেল

অনলাইন ডেস্ক

হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতসহ ১৩ জন মারা গেছেন। বুধবার সন্ধ্যায় ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে এক টুইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বুধবার দুর্ঘটনার কবলে পড়ে সেনার এমআই- ১৭ হেলিকপ্টার। তাতে ছিলেন সস্ত্রীক সিডিএস এবং আরও কয়েকজন সেনা কর্মকর্তা।

কিন্তু এর আগে ১৯৯৩ সালে ঘটেছিল এমন দুর্ঘটনা। সেটিও ছিল রুশ এমআই-১৭। স্ত্রীসহ মারা গিয়েছিলেন ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের তৎকালীন প্রধান লেফটেন্যান্ট জেনারেল জামিল মাহমুদ।

আনন্দবাজার সূত্র জানায়, ১৯৯৩ সালের মে মাসে ডিমাপুরে সেনার ৩ নম্বর কোরের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় ভুটান সীমান্তের দুর্গম পাহাড়ি অঞ্চলে ভেঙে পড়ে জামিলের কপ্টার।

তদন্তে জানা যায় যান্ত্রিক ত্রুটির কারণেই ঘটে দুর্ঘটনা। দুর্গম অঞ্চলে সেনা অভিযান বা উদ্ধারের কাজে দক্ষ হলেও আশির দশকে গোড়ায় রাশিয়ার সংস্থা ‘কাজান হেলিকপ্টার প্লান্ট’-এর তৈরি ওই চপার ভিআইপি পরিবহণের কাজে কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্নও উঠেছিল সে সময়।

আরও পড়ুন


৭ তলা ভবন থেকে লাফ দিল স্কুলছাত্র

news24bd.tv তৌহিদ