হঠাৎ পাপনের আমন্ত্রণে মিরপুরে মাশরাফী-তামিম

সংগৃহীত ছবি

হঠাৎ পাপনের আমন্ত্রণে মিরপুরে মাশরাফী-তামিম

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে হারের বৃত্তে বাংলাদেশ। বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তানের বিপক্ষে দুই সংস্করণেই হেরেছে বাংলাদেশ। দেশের ক্রিকেটের যখন এই অবস্থা তখন দ্বিতীয় টেস্টের মাঝেই শের-ই-বাংলার প্রেসবক্সে দেখা গিয়েছে দেশের দুই ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা ও তামিম ইকবালকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের আমন্ত্রণেই স্টেডিয়ামে এসেছিলেন মাশরাফী-তামিম।

 

জানা গেছে,  বাংলাদেশ ক্রিকেট টিমের দলের লজ্জাজনক পারফরম্যান্স নিয়ে মাশরাফী-তামিমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি

এর আগে দ্বিতীয় টেস্টের প্রথম দিন পাপন সংবাদ মাধ্যমেকে বলেছিলেন, দেশের ক্রিকেটের বাজে পারফরম্যান্স নিয়ে খেলোয়াড়দের সঙ্গে কথা বলবেন।  

আরও পড়ুন:

ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান

এবার আলেশা মার্টের কার্যক্রম বন্ধ ঘোষণা


 

 
পাপন বলেন, মাশরাফী, সাকিব, মুশফিক, তামিম, রিয়াদরা দলকে অনেক কিছু দিয়েছে। আপনারা ওদের সমালোচনা না করে সাপোর্ট করেন। এটা ওদের প্রাপ্য।

সাপোর্ট না করে সমালোচনা করেন কেন?

news24bd.tv/আলী