প্রশ্নের উত্তরে আরো কিছু প্রশ্ন জড়ো হয়েছে কেবল

শওগাত আলী সাগর

প্রশ্নের উত্তরে আরো কিছু প্রশ্ন জড়ো হয়েছে কেবল

শওগাত আলী সাগর

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার রায়ে ২০ জনের মৃত্যুদন্ড ঘোষনা নিয়ে আমার  কী কোনো প্রতিক্রিয়াই নেই! নিজেই নিজেকে প্রশ্ন করেছি অনেকবার। প্রশ্নের উত্তরে আরো কিছু প্রশ্ন জড়ো হয়েছে কেবল, উত্তর মেলেনি।  

স্বল্পতম সময়ে একটি খুনের মামলার রায় হয়েছে, যেই মামলায় অভিযুক্তরা ক্ষমতাসীন সরকারের সমর্থক। সেই কারনে কী সরকারকে ধন্যবাদ দেবো?  না কি বিশ্বজিত হত্যা মামলার রায়ের স্মৃতি মনে করে অস্বস্থি আর সংশয় প্রকাশ করবো! সনি এবং দিপ হত্যার কোনো বিচারই কেন হলো না- সেই প্রশ্ন কি এই সময়ে খুবই অপ্রাসঙ্গিক? তা হলে সেই খুন নিয়ে আমরা কথা বলবো না কেন? 

যে ২০ জনের মৃত্যুদন্ড হয়েছে তাদের সবাই কী আবরারকে নিপীড়নে অংশ নিয়েছিলো? ঘটনার আকস্মিকতায় হঠাৎ জড়িয়ে যাওয়া কোনো তরুন এর মধ্যে নেই তো! স্বল্পতম সময়ে বিচারে ২০ জনের মৃত্যুদন্ডের মাধ্যমে  বুয়েট ক্যাম্পাসের (অন্যান্য ক্যাম্পাসে কী নেই!) এই পৈশাচিকতা সংস্কৃতি কী সমুলে উৎপাটিত হয়ে যাবে! না কি আরো কিছু করার ছিলো আমাদের, আরো কিছু করার আছে! আমরা কী কেবল খন্ডিত ভাবনার মধ্যেই থাকছি, সামগ্রিক চিন্তার সক্ষমতা আমাদের হচ্ছে না! 

আবরার হত্যাকান্ডের মতো ঘটনা একটি সমাজকে যে সংকটের দিকে তাকাতে বলে, সেই সংকটটার দিকে আমরা মনোযোগ দিচ্ছি তো!

লেখক- শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুনদেশ, কানাডা।

(মত-ভিন্নমত বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

news24bd.tv/আলী