টাইগারদের হারের দিনে সাকিবের বিশ্ব রেকর্ড

সংগৃহীত ছবি

টাইগারদের হারের দিনে সাকিবের বিশ্ব রেকর্ড

অনলাইন ডেস্ক

শোচনীয়ভাবে মিরপুর টেস্টে বাংলাদেশ হারলেও বিশ্ব রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। দ্রুততম সময়ে টেস্টে ৪ হাজার রান এবং ২০০ উইকেট নিয়ে ছাড়িয়ে গেলেন ইংলিশ কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথামকে। সাকিবের উইকেট সংখ্যা ২১৫। বিশ্বসেরা অলরাউন্ডার এই রেকর্ড গড়েছেন ৫৯ ম্যাচে।

বোথামের রেকর্ডটি ছিল ৬৯ ম্যাচে।  

এর আগে ২০১৮ সালে ইংলিশ তারকাকে পেছনে ফেলেই ৩ হাজার রান ও ২০০ উইকেট নেওয়ার রেকর্ডটি গড়েছিলেন সাকিব। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সাকিব ও বোথাম ছাড়াও ৪ হাজার রান ও ২০০ উইকেট আছে আরও চার অলরাউন্ডারের। সবমিলিয়ে এই তালিকায় নাম লেখানো ষষ্ঠ ক্রিকেটার সাকিব।

তারা হলেন জ্যাক ক্যালিস, গ্যারি সোবার্স, কপিল দেব ও ড্যানিয়েল ভেট্টোরির। তবে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৪ হাজার রানের মাইলফলকে পৌঁছালেন সাকিব।

এর আগে ড্যাসিং ওপেনার তামিম ইকবাল ও মুশফিকুর রহিম ৪ হাজার রান করেছেন।  

news24bd.tv/আলী