জার্মানির নেতৃত্ব থেকে ১৬ বছর পর বড় বিদায় নিলেন অ্যাঙ্গেলা মের্কেল।
গতকাল বুধবার দেশটির নতুন চ্যান্সেলর হিসেবে শপথ নিয়েছেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ওলাফ শলৎস।
জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেসটাগ গতকাল বুধবার শপথের আগে ওলাফ শলৎসকে চ্যান্সেলর নির্বাচিত করে। শলৎস ৭০৭ ভোটের মধ্যে ৩৯৫ ভোট পেয়ে নিয়োগ সমর্থন পান।
ভোটের পর জার্মান প্রেসিডেন্টের প্রাসাদে যান শলৎস। সেখানে তার হাতে নবম ফেডারেল চ্যান্সেলর হিসাবে নিয়োগের আনুষ্ঠানিক পত্র তুলে দেন প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার।
আরও পড়ুন:
খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার ১
এদিকে, জার্মানির নবসূচনা করতে যথাসাধ্য সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন চ্যান্সেলর। সূত্র: বিবিসি
news24bd.tv রিমু