চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে

সংগৃহীত ছবি

চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় ঝুটের গুদামে আগুন লাগার খবর পাওয়া গেছে।

জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে নগরের আতুরার ডিপো এলাকায় আগুনের এই ঘটনা ঘটে। তবে ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

 

তবে আগুন লাগার এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন।  

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন, গার্মেন্টস ঝুটের গোডাউন থেকে পাশাপাশি তিনটি গোডাউনে আগুন আগুন লাগার কারণে তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। ঠিকমতো পানি পাওয়া যাচ্ছিল না।  তবে আগুনের সূত্রপাত কীভাবে তা জানাতে পারেননি তিনি।

 

আরও পড়ুন: 


সোহেলকে তিনি করেন ৫টি গুলি


স্থানীয়সূত্রে জানা গেছে, আতুরার ডিপো নাজেরিয়া এলাকায় দুইতলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। যেখানে গার্মেন্টসের বিভিন্ন ধরনের ঝুট কাপড় রাখা হয়েছিল। এখানে পাশাপাশি তিনটি গোডাউন রয়েছে। আগুন সবগুলো গোডাউনে ছড়িয়ে পড়েছে।

news24bd.tv রিমু