এক কমেন্টে কোটি টাকা ও পরিশ্রম ধুলোয় মিশে যাচ্ছে

প্রীতম আহমেদ

এক কমেন্টে কোটি টাকা ও পরিশ্রম ধুলোয় মিশে যাচ্ছে

প্রীতম আহমেদ

একটা সিনেমা বছর খানেক সময় নিয়ে বানাতে খরচ ১ থেকে ৫ কোটি টাকা। দর্শক বড়জোর ৫০ থেকে ৩০০ টাকা খরচ করে সেটা দেখে এক কমেন্টে সব পরিশ্রম ধুলোয় মিশিয়ে দিচ্ছে।

একটা গান মাস খানেক সময় নিয়ে মান সম্পন্ন রেকর্ড করে ভিডিও বানাতে ১ লাখ থেকে ২০ লাখ টাকা খরচ। দর্শক সেটা ইউটিউবে ফ্রি দেখে কমেন্টে শিল্পীর বাপ মা পর্যন্ত গালি দিয়ে শেষ করে দিচ্ছে।

শুধু ভক্ত হবার দাবিতে যদি একজন দর্শক এতকিছু করার অধিকার পায়; একজন শিল্পী বা প্রযোজকের টাকা, চর্চা ও পরিশ্রম করার পর কি কি অধিকার থাকা উচিত?

আরও পড়ুন


যুগ যুগ ধরে অন্ধকারাছন্ন সন্দ্বীপে বিদ্যুতের আলো

news24bd.tv এসএম