ওমিক্রন মোকাবেলায় কার্যকর হবে ফাইজারের তিনটি ডোজ 

সংগৃহীত ছবি

ওমিক্রন মোকাবেলায় কার্যকর হবে ফাইজারের তিনটি ডোজ 

অনলাইন ডেস্ক

করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবেলায় কার্যকর হবে ফাইজারের টিকার তিনটি ডোজ। গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার বায়োএনটেক কোম্পানি।

জানা গেছে, নতুন এই ধরণের সংক্রমণ রোধে কঠোর করোনা বিধিনিষেধের দিকে এগুচ্ছে যুক্তরাজ্য। এদিকে, ওমিক্রন মোকাবেলায় এখনই কাজ করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

এছাড়া ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবেলায় নতুন আশানরুপ তথ্য দিলো টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার।

গতকাল  তারা জানায়, তাদের দুই ডোজ টিকা উল্লেখযোগ্য কম হারে সক্রিয় করছে অ্যান্টিবডি। তবে তৃতীয় অর্থাৎ বুস্টার ডোজটি অ্যান্টিবডি বাড়িয়ে দেয়। আর এটাই হবে করোনা সংক্রমণ প্রতিরোধের সেরা পন্থা।

আরও বলেন, 'আমরা এরইমধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টকে দমাতে নিজেদের টিকাকে আরও আধুনিক করছি। এবং উন্নয়নের মাঝপথে রয়েছি। আশা করছি আগামী মার্চের মধ্যেই ওই ভ্যাকসিন সরবরাহের জন্য প্রস্তুত থাকবো আমরা। ' 

ফাইজার-বায়োএনটেকের দেয়া নতুন এই তথ্যের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ল্যাব রিপোর্ট অনেক আশাজনক বলে মন্তব্য করেছেন তিনি।

এদিকে, বুধবার ইংল্যান্ডে আরও কঠোর করোনা বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।  

আরও পড়ুন: 


 

মের্কেলের বিদায়, শপথ নিলেন নতুন চ্যান্সেলর


গতকাল বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জাতীয় প্রতিক্রিয়াগুলোকে সব সরকারকেই পুনরায় মূল্যায়ন করতে হবে।  

সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস

news24bd.tv রিমু