পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন দেশটির প্রেসিডেন্ট রচ কাবোরে। নিরাপত্তা বিষয়ে ব্যর্থতার দায়ে স্থানীয় সময় বুধবার (৮ ডিসেম্বর) তাকে বরখাস্ত করা হয়। খবর রয়টার্সের।
২০১৬ সাল থেকেই বিভিন্ন সময়ে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের আক্রমণের শিকার হয়ে আসছে পশ্চিম আফ্রিকার অন্যতম গরীব এই দেশটি।
ফলে ক্রমবর্ধমান নিরাপত্তা সংকটের মুখে তীব্র বিক্ষোভে রাস্তায় নেমে আসে দেশটির হাজারো মানুষ। নভেম্বরে আল কায়েদার হাতে দেশটির ৪৯ সেনা এবং ৪ জন সাধারণ নাগরিক নিহত হলে এই আন্দোলন আরও বেগবান হয়।
এরই মধ্যে দেশটির রাষ্ট্রপতি কাবোরে সেনা নেতৃত্বে পরিবর্তন এনেছেন। প্রধানমন্ত্রী ক্রিস্টোফ ডাবিরকে বরখাস্ত করাও এরই একটি অংশ বলে বলেই প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রসঙ্গত, বুরকিনা ফাসোকে ইসলামিক বিদ্রোহের অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। এর পাশাপাশি প্রতিবেশি মালি এবং নাইজারের একটি বড় অংশকেও ধরা হয়ে থাকে।
আরও পড়ুন
ভবিষ্যৎ প্রজন্মের জন্য সিগারেট বিক্রি নিষিদ্ধ হচ্ছে নিউজিল্যান্ডে
news24bd.tv/নকিব