চীনের কারাগারে বন্দি সিটিজেন সাংবাদিকের স্বাধীনতা পুরস্কার লাভ

ফাইল ছবি

চীনের কারাগারে বন্দি সিটিজেন সাংবাদিকের স্বাধীনতা পুরস্কার লাভ

অনলাইন ডেস্ক

উহানের করোনা পরিস্থিতি নিয়ে লেখালেখির অভিযোগে চীনের কারাগারে বন্দি সিটিজেন সাংবাদিক ঝ্যাং ঝান, লিন ঝাও স্বাধীনতা পুরস্কার লাভ করেছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রিশ্চিয়ান রাইটস গ্রুপ, চায়নাএইড এ পুরস্কারের ঘোষণা দিয়েছে। চীনা নাগরিক সমাজের উন্নয়নে ও আইনের শাসনকে এগিয়ে নেওয়ার কাজে স্বীকৃতি স্বরুপ এ পুরস্কার পেলেন ৩৮ বছর বয়সী ঝ্যাং। বাছাই কমিটি সর্বসম্মতিক্রমে ঝ্যাং ঝানকে একজন খ্রিস্টান, একজন আইনজীবী এবং একজন নির্ভীক নাগরিক সাংবাদিক হিসেবে সম্মানিত করেছে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন বুরকিনা ফাসোর রাষ্ট্রপতি

চায়না এইড এর প্রেসিডেন্ট বো ফু বলেন, গোটা চীনে এখনও মানবাধিকার সংকট প্রকট। তাই যারা সবর্দা সাধারণ মানুষের অধিকার রক্ষায় অবদান রাখবেন,তাদের পক্ষে থাকবে চায়নাএইড । উহানে করোনার সংক্রমণ প্রথম প্রকাশ্যে এনে সারা বিশ্বের নজর কেড়েছিলেন তিনি। সে কারণেই শি জেন পিং সরকারের রোষানলে পড়েন তিনি।

গত বছরের মে মাসে আটক করা হয় ঝ্যাং ঝানকে। পরে ডিসেম্বর মাসে তাকে চার বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

news24bd.tv/এমি-জান্নাত