চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় নির্মাণাধীন বৈদ্যুতিক খুঁটির তারে ঝোলাঝুলি খেলতে গিয়ে সজীব ও লামিয়া নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কালইর গ্রামের সাবাইতাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় নাচোল থানার ওসি সেলিম রেজা।
তিনি বলেন, নিহত শিশু হলো— উপজেলার কালইর দীঘিপাড়া এলাকার মাসুদ রানার ছেলে সজীব (১০) ও একই গ্রামের মিঠুর কন্যা লামিয়া (৯)।
স্থানীরা জানান, নাচোল উপজেলার কালইর গ্রামের সাবাইতাড়া এলাকায় উচ্চ ক্ষমতাসম্পন্ন সংযোগ লাইন স্থাপনের কাজ চলছিল।
অনেক বেশি ওপরে উঠে গেলে দুজনেরই তার থেকে হাত ছুটে নিচে শক্ত জমিতে আছড়ে পড়ে এবং গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন তারা মারা যায়।
খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন
ভূমিহীন হওয়ায় পঞ্চম স্থানে থেকেও পুলিশে চাকরি হচ্ছে না আসপিয়ার
news24bd.tv তৌহিদ