সদ্যসমাপ্ত বাংলাদেশ সিরিজে রিজওয়ানের 'বালিশকাণ্ড' বেশ আলোচনার জন্ম দিয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও যোগান দিয়েছিল হাস্যরসের। সেই বালিশ বুকে নিয়েই দেশে ফিরে গেলেন এই তারকা উইকেটকিপার।
বাংলাদেশে প্রবেশ করতেই এয়ারপোর্টে পাকিস্তানের এই উইকেটকিপারকে দেখা যায় সাদা একটি বালিশ বুকে জড়িয়ে ধরে থাকতে।
আজ বৃহস্পতিবার বেলা ১০টার দিকে দুবাইয়ের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছে পাকিস্তান দল। সেখান থেকে দেশে ফিরবে তারা। এসময় পাকিস্তান দলের সঙ্গে থাকা রিজওয়ানকে দেখা যায় তার সেই প্রিয় বালিশ সঙ্গে নিয়েই যাচ্ছেন তিনি।
তবে মোহাম্মদ রিজওয়ানের এই বালিশ প্রীতি নতুন নয়। যেখানেই যান, সঙ্গে করে নিয়ে যান নিজের প্রিয় বালিশ। রিজওয়ান নিজের বাসা থেকে সেই বালিশ নিয়ে গেছেন দুবাইয়ে। দুবাই থেকে বাংলাদেশও নিয়ে এসেছিলেন এই বালিশ।
পিসিবি জানিয়েছে, এ বালিশে খুব আরামের ঘুম হয় রিজওয়ানের। তাই দেশে কিংবা বিদেশে- সব জায়গাতেই রিজওয়ানের সঙ্গী এই বালিশ। প্রিয় বালিশ বুকে জড়িয়েই রিজওয়ান এবার দেশে ফেরার বিমানে উঠলেন।
আরও পড়ুন
স্কুলের গ্রুপে অভিভাবকের পাঠানো নগ্ন ছবি, অতঃপর...
news24bd.tv/নকিব