ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে একটি নতুন বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এ নিয়ে একটি সমঝোতা স্মারকে সই করেছে দুইদেশ। রয়টার্স জানায় মঙ্গলবার প্রথমবারের মতো সরাসরি স্থল সংযোগ চালু করেছে সৌদি আরব ও ওমান।
সম্পর্ক উন্নয়নের লক্ষে আরও একটি পদক্ষেপ নিলো ইরান ও আরব আমিরাত।
এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করা হলো। যার আওতায় গ্যাস ফায়ার থার্মাল, সোলার এবং উইন্ড পাওয়ার বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করবে দুইবায়ভিত্তিক বিদ্যুৎ কোম্পানি। ইসরাইলের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সইয়ের পর ইরানের সঙ্গে আমিরাতের সম্পর্কে টানাপোড়েন চলছে। আর এমন পরিস্থিতিতেই বিদ্যুৎ স্থাপনা নির্মাণের চুক্তি সই হলো। ফলে একে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই।
আরও পড়ুন
বিদায় নিলেন অ্যাঙ্গেলা মার্কেল
চীনের কারাগারে বন্দি সিটিজেন সাংবাদিকের স্বাধীনতা পুরস্কার লাভ
প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন বুরকিনা ফাসোর রাষ্ট্রপতি
এদিকে মঙ্গলবার ৭২৫ কিলোমিটার ওমানি-সৌদি সড়কের উদ্বোধন করলো সৌদি আরব ও ওমান। এর মাধ্যমেই দুই দেশের সরাসরি স্থল সংযোগ চালু হলো। সৌদির জন বিনিয়োগ তহবিল ওমানে ৫শ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে বলে জানা গেছে।
news24bd.tv/এমি-জান্নাত