নিজেদের বিয়েতে চূড়ান্ত গোপনীয়তার আশ্রয় নিয়েছিলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। কিন্তু এতকিছুরও পরও ফাঁস হয়ে গেল বলিউডের আলোচিত জুটির বিয়ের ছবি। কাইফ ও ভিকি কৌশল বৃহস্পতিবার গাঁটছড়া বেঁধেছেন রাজস্থানের বিলাসবহুল হোটেলে।
এই জুটি বিয়ের কোনো ছবি যেন ফাঁস না হয় সে জন্য অতিথির প্রবেশের জন্য নাকি গোপন কোডও রেখেছিলেন এই যুগল।
বৃহস্পতিবার তাদের বিয়ের অনুষ্ঠানের শুরুতেই বর ও নববধূর সাজে ভিক্যাটের ছবি ও ভিডিও ‘ফাঁস’ হলো।
ক্যাটরিনার বিয়ের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
ছবিতে ক্যাটকে লাল পোশাকে নববধূর সাজে দেখা গেছে। ভিকিও সাদা রাজপুতদের ঐহিত্যবাহী পোশাকে বিয়ের আসরে গিয়েছেন বলে ‘ফাঁস’ হওয়া ছবি ও ভিডিওতে দেখা গেছে।
news24bd.tv/আলী