সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দেবেন সুনামগঞ্জের তুহিন। আগামী ২০শে ডিসেম্বর সরোজ এডভেঞ্চার কর্তৃক আয়োজিত Fortune Bangla channel Swimming 2021 প্রতিযোগিতায় বাংলা চ্যানেল অর্থাৎ টেকনাফ থেকে সেন্টমার্টিন ১৬.১ কি.মি সাতরে পাড়ি দিবেন মোঃ রায়হান আলম তুহিন।
তুহিন সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড এর মরহুম ডাঃ আব্দুল মালেক মোল্লা ও তুলারুন নেছার ছেলে। পেশায় তিনি বাংলাদেশ সরকারের বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর সুনামগঞ্জ শাখার সাবেক ম্যানেজার এবং বর্তমানে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে সিলেট প্রধান শাখায় কর্মরত আছেন।
আরও পড়ুন
বিদায় নিলেন অ্যাঙ্গেলা মার্কেল
চীনের কারাগারে বন্দি সিটিজেন সাংবাদিকের স্বাধীনতা পুরস্কার লাভ
প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন বুরকিনা ফাসোর রাষ্ট্রপতি
বাংলা চ্যানেল পাড়ি দেয়ার জন্য গত ২৬ শে নভেম্বর ঢাকায় বাছাই প্রতিযোগিতায় তিনি উত্তীর্ণ হন। সাফল্যের সাথে বাংলা চ্যানেল পাড়ি দিতে পারলে এটা হবে সুনামগঞ্জের ইতিহাসে তিনিই হবেন প্রথম কোনো প্রতিযোগী। তুহিন সাঁতারুর পাশাপাশি বাংলাদেশের একজন আল্ট্রা রানার ও সাইক্লিস্ট।
news24bd.tv/এমি-জান্নাত