বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস মালয়েশিয়ায় উদযাপন

সংগৃহীত ছবি

বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস মালয়েশিয়ায় উদযাপন

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের ৫০ বছর ‘মৈত্রী দিবস’ উদযাপিত হয়েছে। ৭ ডিসেম্বর মঙ্গলবার কুয়ালালামপুরে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এবং ভারতীয় হাইকমিশন যৌথভাবে ৫০তম বাংলাদেশ-ভারত মৈত্রী দিবসের আয়োজন করে।  

অনুষ্ঠানে মালয়েশিয়া সরকারের দক্ষিণ এশিয়া বিষয়ক স্পেশাল এনভয় তান শ্রী ভিগনেস্মরণ এবং মানবসম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার হাজী আওয়ান বিন হাশিম, সংসদ সদস্য টেরেসা কোক,  কূটনীতিক, সরকারি কর্মকর্তা, মিডিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিসহ বাংলাদেশ ও ভারতের প্রবাসী নাগরিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উভয় দেশের  বন্ধুত্বের ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

এছাড়া ছিল মৈত্রী দিবসের স্মারক উপহার।  

উল্লেখ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের শরণার্থীদের আশ্রয় দেওয়া, প্রবাসী বাংলাদেশ সরকার পরিচালনা, আন্তর্জাতিক সমর্থন আদায়, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণসহ নানাভাবে সহযোগিতা করে। মুক্তিযুদ্ধ চলাকালে ভারত ৬ ডিসেম্বর ১৯৭১ সালে বিশ্বে প্রথম স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে অনন্য নজির স্থাপন করার দিনটিকে স্মরণ করতে বাংলাদেশ-ভারত মৈত্রি দিবসের আয়োজন।

news24bd.tv/আলী