স্টিয়ারিং-এর উপরই শেষ নিশ্বাস ত্যাগ করল বাসচালক

প্রতীকী ছবি

৩০ যাত্রীকে বাঁচেয়ে 

স্টিয়ারিং-এর উপরই শেষ নিশ্বাস ত্যাগ করল বাসচালক

অনলাইন ডেস্ক

সরকারি বাসের চালক আরুমুগম। হস্পতিবার সকালে পৌঁছে গিয়েছিল আরাপ্পালায়ম বাস ডিপোয়। সকাল ৬টা ২০ মিনিটে যাত্রী বোঝাই বাস নিয়ে যাত্রা শুরু করেন কোদাইকানালের দিকে। বাসে ছিলেন ৩০ জন যাত্রী।

 

বাসের স্টিয়ারিং ধরতেই বুঝতে পেরেছিলেন শরীর খারাপ। কিন্তু সময় মতো যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে নিজের শরীরের তোয়াক্কা করেননি ভারতের তামিলনাড়ুর সরকারি পরিবহণ সংস্থার বাসচালক ৪৪ বছর বয়সী এর এম আরুমুগম।

আরও পড়ুন:


লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানল পাকিস্তানের নতুন ক্ষেপণাস্ত্র


৬টা ২৫ নাগাদ  হঠ্যাৎ বুকে ব্যথা অনুভব করেন আরুমুগম। এরপর  থিয়েটার এলাকায় রাস্তার পাশে বাস দাঁড় করিয়ে দেন আরুমুগম।

তার পরই স্টিয়ারিং-এর উপর লুটিয়ে পড়েন। বাসে কন্ট্রাকটরসহ বাকিরা এসে বুঝতে পারেন হৃদরোগে আক্রান্ত হয়েছেন আরুমুগম। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। স্টিয়ারিং-এর উপরই শেষ নিশ্বাস ত্যাগ করেন আরুমুগম।

 নিজের জীবন দিয়ে ৩০ জন বাসযাত্রীকে বাঁচিয়ে দিয়ে গেলেন আরুমুগম।

news24bd.tv/ কামরুল