ট্রাকচাপায় অজ্ঞাতনামা দুইজন নিহত হয়েছে শুক্রবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের চাকাই নামক স্থানে ভ্যানযোগে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পঞ্চগড় থেকে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ভ্যনে থাকা একজন যাত্রী ঘটনাস্থলে মারা যান। অপর যাত্রীকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। পরে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ অংশ নেয়।
আরও পড়ুন:
৩০ যাত্রীকে বাঁচেয়ে স্টিয়ারিং-এর উপরই শেষ নিশ্বাস ত্যাগ করল বাসচালক
বীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. মসলেম উদ্দিন দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানতে পারেননি।
news24bd.tv/ কামরুল