বেনাপোল এলাকার পুটখালি সীমান্ত থেকে দুই কেজি ৪০০ গ্রাম ওজনের ১২ পিচ স্বর্নের বারসহ কামরুল ইসলাম (৩৭) নামক এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রাম থেকে আটক করা হয় আসামিকে।
জানা যায়, তিনি বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
বিজিবি রাতে এক প্রেস-বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুটখালি সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্নের একটি চালান ভারতে পাচার হবে।
এ সময় তার দেহ তল্লাশি করে ২ কেজি ৪০০ গ্রাম ওজনের ১২ পিচ স্বর্নের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্নের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭০ লাখ টাকা।
আরও পড়ুন:
কলেজ ছাত্রী আসপিয়াকে ঘর সহ পুলিশে চাকুরির ব্যবস্থার নির্দেশ
সারাদেশে রাজাকারদের তালিকা টাঙানো হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
খুলনা-২১ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মনজুর-ই-এলাহী জানান, আটককৃত আসামির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।
news24bd.tv/ কামরুল