দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা যাচ্ছে না কোনভাবেই। বাজারে শীতের সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও, দাম নাগালের বাইরে। আবার এক লাফে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে পেঁয়াজ, রসুন আদা, ভোজ্যতেল, চিনিসহ মসলাজাতীয় পণ্যের দামও।
এতে ক্ষোভ ঝড়েছে ক্রেতাদের কণ্ঠে।
শীতের মৌসুম তবু বেড়েই চলছে কাচাঁ তরিতরকারির দাম। এমনকি নিত্যপণ্যের লাগামহীন দামে দিশেহারা সাধারন ভোক্তরা। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে সবজি ভেদে প্রতি কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা।
আরও পড়ুন:
কলেজ ছাত্রী আসপিয়াকে ঘর সহ পুলিশে চাকুরির ব্যবস্থার নির্দেশ
সারাদেশে রাজাকারদের তালিকা টাঙানো হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
সপ্তাহের ব্যবধানে ২৫ থেকে ৩০ টাকা বেড়েছে পেঁয়াজ, রসুন আদা, ভোজ্যতেল, চিনিসহ মসলাজাতীয় পণ্যের দামও। ব্যাপক হারে দাম বেড়েছে মাছ-মুরগির।
এর কারণ হিসেবে ঘূর্ণিঝড় জাওয়াদকে দুষছেন খুচরা ব্যবসায়ীরা। তবে এমন দাবি মানতে নারাজ সাধারন ক্রেতারা।
এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর মনিটরিং চান ভোক্তারা।
news24bd.tv/ কামরুল