শীতের প্রকোপ ক্রমেই বাড়ছে। আগামী তিন দিন সারা দেশের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
গতকাল শুক্রবার ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদফতরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমাংশ ও এর কাছাকাছি আছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপের বর্ধিতাংশ এখন উত্তর বঙ্গোপসাগর এলাকায় আছে। আর এর প্রভাবে সারা দেশের আকাশ আংশিক মেঘলাসহ শুষ্ক থাকবে।
শীতের এই সময়ে সকালের দিকে এমন মেঘলা আকাশ থাকে। দিন বাড়তে থাকলে মেঘ কাটে। গতকালও এমনটা হয়েছে। শীতের একটা আমেজ এখন রাজধানীতেও অনুভূত হবে। দেশের গ্রামাঞ্চলে বেশ আগে থেকেই এ অবস্থা ছিল। এখন দিন দিন তাপমাত্রা কমতে থাকবে বলেও আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
আরও পড়ুন:
নিজেকে সুস্থ রাখতে শীতের সকালে যা খাবেন
কোন পাসপোর্টে এত দ্রুত কানাডায় গেলেন ডা. মুরাদ!
গতকাল টেকনাফে ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে, ১৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
news24bd.tv রিমু