বৈঠকের আগেও কিমকে হুমকি

ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন।

বৈঠকের আগেও কিমকে হুমকি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র সম্পূর্ণভাবে ধ্বংস না করা পর্যন্ত যুক্তরাষ্ট্র পিয়ংইয়ংয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পোম্পেও।

পোম্পেও সোমবার সিঙ্গাপুরে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি হুমকি দিয়ে বলেছেন, পরিপূর্ণ, যাচাইযোগ্য এবং অপরিবর্তনীয় পরমাণু নিরস্ত্রীকরণ হতে হবে বৈঠকের ফলাফল। যুক্তরাষ্ট্র শুধু এমন ফলাফলই মেনে নেবে।

যদি কূটনীতি সঠিক পথে না এগোয় তাহলে নিষেধাজ্ঞা বাড়ানো হবে।

আগামীকাল সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে। তার আগ মুহূর্তে মার্কিন পরাষ্ট্রমন্ত্রী এই হুমকি দিলেন।

বৈঠকের জন্য এরইমধ্যে দুনেতা সিঙ্গাপুরে পৌঁছেছেন।

১৯৫০ সাল থেকে আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে মারাত্মক শত্রুতা চলে আসছে। দুই শত্রুদেশের নেতাদের মধ্যে আসন্ন বৈঠককে সে কারণে ঐতিহাসিক বলে গণ্য করা হচ্ছে। তবে অনেকেই আগামীকালের বৈঠকের সফলতা ও কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

(টোয়েন্টিফোর/তৌহিদ)

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর