বৃহস্পতিবার সন্ধ্যায় ভিকি কৌশলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। রাজস্থানের সওয়াই মাধোপুরের ফোর্ট-বারওয়াতে এই বিয়ে অনুষ্ঠিত হয়।
নিরাপত্তার চাদরে মোড়ানো বলিউডের এই বিয়েতে ছিল বিভিন্ন বিষয়ে গোপনীয়তা। আর একারণেই হয়তো সংবাদমাধ্যম থেকে সাধারণ মানুষের ক্যাটরিনার বিয়ের খুঁটিনাটি নিয়ে আগ্রহের অন্ত নেই।
বিয়ের আগে দেওয়া এক সাক্ষাৎকারে এমন গোপনীয়তা নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন ক্যাটরিনা। এমনকি বিয়ের আগে এই বিষয়ে মুখই খোলেননি ভিকি কৌশল ও ক্যাটরিনা।
বলিউডের অন্যান্য দম্পতিদের মতো ভিকি এবং ক্যাটরিনার বিয়ের পোশাকের পরিকল্পনায় ছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়। বিয়ের দিন সন্ধ্যায় ক্যাটরিনা সেজেছিলেন জারদৌসী এমব্রয়ডারি করা মটকা সিল্কের লাল লেহঙ্গায়।
ক্যাটরিনার ওড়নাটির পাড়ে ছিল সোনার জরির কাজ। এ ছাড়া ক্যাটরিনা পরেছিলেন ২২ ক্যারেটের হীরার গহনা।
ক্যাটরিনার পরনের লাল লেহেঙ্গাটির মূল্য ছিল প্রায় ১৭ লাখ টাকা। রাজকীয় এই লেহেঙ্গায় বিয়ের সন্ধ্যায় যেন আরও ফুটে উঠেছিলেন ফুটফুটে এই নায়িকা।
আরও পড়ুন
কানাডায় ঢুকতে না পেরে যে দেশে গেলেন মুরাদ!
news24bd.tv/ নকিব