ওমিক্রন আতঙ্কে মুম্বাইয়ে দুই দিনের ১৪৪ ধারা জারি!

সংগৃহীত ছবি

ওমিক্রন আতঙ্কে মুম্বাইয়ে দুই দিনের ১৪৪ ধারা জারি!

অনলাইন ডেস্ক

ভারতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। সেই সঙ্গে দেশটিতে যুক্ত হয়েছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। দেশটিতে এখন পর্যন্ত ৩২ জনের দেহে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে মুম্বাইয়ে।

করোনার ওমিক্রন আতঙ্ক ঠেকাতে রাজ্যটিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।

দুই দিনের জন্য রাজ্যটিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) থেকেই ৪৮ ঘণ্টার জন্য এই নির্দেশ কার্যকর হবে।

 

এই দুই দিন রাজ্যটিতে কোনও বড় জমায়েত, মিছিল করা যাবে না। এই নিয়ম লঙ্ঘন করলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা এবং অন্যান্য আইনি মোতাবেক শাস্তি দেওয়া হবে।

এর আগে শুক্রবার (১০ ডিসম্বের) দেশটিতে সাড়ে তিন বছরের এক শিশুসহ নতুন করে ৭ জনের শরীরে ওমিক্রন ধরা পড়ে। তাদের মধ্যে ৩ জন তানজানিয়া, ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকা থেকে সম্প্রতি মুম্বাই ফিরেছেন।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো করোনার নতুন ধরন শনাক্ত হয়। এরপর ধারাবাহিকভাবে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে।

আরও পড়ুন


কানাডায় ঢুকতে না পেরে যে দেশে গেলেন মুরাদ!

news24bd.tv/ নকিব