ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে থেকে বাংলাদেশে প্রবেশ করায় ১২ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) ভোর রাতে তাদের মাটিলা বিওপি সীমান্তের বেতবাড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো রাজীব চন্দ্র দাস (৩০), সিদ্দিক মজুমদার (৩৪), শারমিন (২৭), পরিমল সরকার (৩৮), হোসনে আরা (২৭), আরমন (১৩), আরাফাত (০৩), সোনিয়াখাতুন (৩১), পিহু ইসলাম (০৪), রুমা বেগম (২৮), আজমিরা শেখ (১৯), আজমিরা (১৯)
তাদের বাড়ি যশোর, নড়াইল ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন গ্রামে।
আরও পড়ুন
অর্থের অভাবে চিকিৎসা বন্ধ, কাতরাচ্ছে অগ্নিদগ্ধ শিশু
news24bd.tv এসএম