সংস্কার কাজের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ দিনের জন্য সকালেও সোয়া দুই ঘণ্টা করে সব বাণিজ্যিক ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিজয় দিবসের কুচকাওয়াজে ফ্লাই ফাস্টের প্রস্তুতির জন্য গতকাল শনিবার থেকে আগামী বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিমানবন্দরের রানওয়ে ব্যবহার করা হবে। তাই এই পাঁচ দিন সকাল ১০টা ১৫ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।
আরও পড়ুন:
নেশা জাতীয় দ্রব্য খাইয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে রাতভর ধর্ষণ
এদিকে, এয়ারলাইন্সগুলো সংবাদমাধ্যমকে জানিয়েছে, সকালের ওই সময়ের ফ্লাইটগুলোর সময়সূচিও পুনর্বিন্যাস করা হয়েছে।
news24bd.tv রিমু