কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩

কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলে জঙ্গি গোষ্ঠী দায়েশের আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩১ জন।

সোমবার দুপুরে কাবুলে গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়ের প্রধান ফটকের সামনে এ বোমা হামলা চালানো হয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে মুখপাত্র ওয়াহিদ মাজরোহ জানিয়েছেন, রমজান উপলক্ষে মন্ত্রণালয়ের কর্মীরা বেলা একটায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন।

 
এসময় তাদের ওপর হামলা চালানো হয়।

গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র ফারিদুন আজহান্দ বলেছেন, মন্ত্রণালয়ের কাজ শেষে বাড়ি ফিরে যাওয়ার জন্য অনেকে যখন বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন তখন তাদের ভেতরে ঢুকে পড়ে আত্মঘাতী হামলাকারী।

তিনি বলেন, দুঃখজনকভাবে আমরা কিছু সহকর্মীকে হারিয়েছি।

এদিকে হামলার কয়েক ঘণ্টা পর দায়েশের আমাক নিউজ পোর্টালে হামলার দায়িত্ব স্বীকার করে।

এ ব্যাপারে জঙ্গি সংগঠনটি একটি বিবৃতিও প্রচার করে।

গত বছরের শেষ দিকে ইরাক ও সিরিয়া থেকে প্রায় সম্পূর্ণ উচ্ছেদ হয়ে যায় দায়েশ। এরপর তারা আফগানিস্তানে তাদের শক্তি বৃদ্ধি করতে শুরু করে। আফগানিস্তানের নিরাপত্তাহীনতাকে কাজে লাগিয়ে দেশটির পূর্ব উত্তরাঞ্চলে ঘাঁটি গেড়ে বসেছে আইএস নামে পরিচিত এই জঙ্গি গোষ্ঠী।  তারা এ পর্যন্ত বহু সন্ত্রাসী হামলা চালিয়ে অসংখ্য নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর