স্প্যানিশ লিগে আজ রাতে মুখোমুখি হচ্ছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ২টায় মাদ্রিদ ডার্বিতে মাঠে নামছে এই দুই দল।
ডার্বি ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামবে রিয়াল। সব প্রতিযোগিতায় টানা ৯ ম্যাচ জিতে দারুণ ছন্দে লস ব্লাঙ্কোসরা।
অন্যদিকে সবশেষ ছয় ম্যাচে তিন জয় দুই হার আর এক ড্র নিয়ে লিগে সুবিধা করতে পারছে না অ্যাটলেটিকো মাদ্রিদ।
বর্তমানে ৩৯ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান সংখ্যক ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অ্যাটলেটিকো।
রিয়াল-অ্যাটলেটিকোর অতীত ১৬৯ দেখায় লস ব্লাঙ্কোস জিতেছে ৮৯ ম্যাচ, সিমিওনির দল জয় পেয়েছে ৩৯ বার।
আরও পড়ুন:
মধ্যরাতে মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক, অতঃপর...
news24bd.tv/ নকিব