এবার চট্টগ্রামেও ডা. মুরাদ হাসানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এ মামলার আবেদন করা হয়। আবেদনটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন আদালত।
আজ রবিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চট্টগ্রাম ইউনিটের সভাপতি অ্যাডভোকেট এসএম বদরুল আনোয়ার।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চট্টগ্রাম ইউনিটের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
এর আগে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন মামলা নেওয়ার জন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আদালতে আবেদন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ওমর ফারুক ফারুকী। এ আবেদনের বিষয়ে আগামীকাল সোমবার শুনানি হতে পারে।
এছাড়া রাজশাহীতেও তার বিরুদ্ধে একই আইনে মামলার আবেদন করা হয়েছে।
আরও পড়ুন:
প্রথমবারের মতো আগারগাঁও পর্যন্ত চললো মেট্রোরেল
news24bd.tv/ নকিব