একটি সাবানের দাম ২ লাখ টাকার বেশি?

সংগৃহীত ছবি

একটি সাবানের দাম ২ লাখ টাকার বেশি?

অনলাইন ডেস্ক

একটা গায়ে মাখার সাবানের দাম কত হতে পারে? এমন প্রশ্নের উত্তর, কত আর, ২০ টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত হতে পারে।

কিন্তু এবার মাত্র এক শ’ গ্রাম ওজনের একটি সাবানের দাম শুনে সবার চোখ কপালে উঠতে পারে। সাবানের ৪০, ৫০ বা খুব বেশি হলে ২শ টাকা দামের সাবানের কথা শুনেছেন। কিন্তু কখনও শুনেছেন, একটি সাবানের দাম ২ লাখ টাকার বেশি?
অবিশ্বাস্য হলেও দুই লাখে এই সাবান পাওয়া যায় লেবাননের ত্রিপোলিতে।

আরও পড়ুন:

ডাবের পানির সঙ্গে বিষ খাইয়ে স্ত্রী হত্যা, স্বামীর ফাঁসির আদেশ

লেবাননের একটি পরিবার ওই বহুমূল্য সাবান তৈরি করে। নাম খান আল সাবুন। বিলাসবহুল সাবান, ত্বকের প্রসাধনী এবং সুগন্ধিও বানায় বাদার হাসেনের পরিবার।  

কয়েকটি প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালে প্রথম বানানো হয় খান আল সাবুন।

হাসানের পরিবারের দাবি, তাদের তৈরি সাবানে ২৪ ক্যারাটের ১৭ গ্রাম সোনার গুড়া দেওয়া হয়। তিন গ্রাম হীরের গুড়া, অর্গানিক মধু, খেজুর ইত্যাদি থাকে। সাবান তৈরি করতে ৬ মাস সময় লাগে। এই সাবান শুধুমাত্র সংযুক্ত আরব আমিরশাহির বিশেষ দোকানে পাওয়া যায়। সূত্র: আনন্দবাজার পত্রিকা

news24bd.tv/ কামরুল 

এই রকম আরও টপিক