ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে অব্য্যাহতভাবে হামলা

ফাইল ছবি

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে অব্য্যাহতভাবে হামলা

অনলাইন ডেস্ক

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে অব্য্যাহতভাবে হামলা চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এতে চরম মানবিক সংকটে পড়েছে মধ্যপ্রাচ্যর এ দেশটি।

২৪ ঘণ্টায় হুথিদের লক্ষ্য করে ইয়েমেনের মারিব এলাকায় ২৬টি অভিযান পরিচালনা করেছে জোট। এসময় ১৯০ হুথি নিহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

সৌদি জোট জানিয়েছে, মারিবে অভিযান চালিয়ে হুথিদের ২০টি সামরিক যান ও কয়েকটি ড্রোন নিয়ন্ত্রণ ইউনিট ধ্বংস করা হয়েছে। ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের  স্বীকৃত সরকারকে উৎখাত করে দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। ২০১৫ সালে সানাকে সহযোগিতা এবং বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ইয়েমেন যুদ্ধে যোগ দেয় সৌদি  জোট।

তবে তাদের এই অভিযানে ইয়েমেনের হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে।

news24bd.tv/এমি-জান্নাত