রাজধানীর বংশালের সুরিটোলা এলাকায় একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।
রোববার (১২ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিকেল চারটার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পর ৪টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও বলেন, বর্তমানে সেখানে ফায়ার সার্ভিস কাজ করছে। একজন কলারের মাধ্যমে জানা যায় চারতলা ভবনের তৃতীয় তলায় জুতার কারখানায় আগুন লেগেছে। তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিস্তারিত তথ্য পরে জানা যাবে।
news24bd.tv/ কামরুল