ত্রুটিপূর্ণ আবেদন ও ঋণখেলাপী থাকায় কুষ্টিয়া সদর উপজেলায় ৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। সদরের ১১টি ইউনিয়ন পরিষদে বৈধ প্রার্থী থাকলো ৮১ জন।
কুষ্টিয়া সদর নির্বাচন কর্মকর্তা সহিদুর ইসলাম জানান, বাতিল হয়েছে যে তিন জনের তারা হলেন, আইনলচারা ইউনিয়নে মো: শফি উদ্দীন আহম্মেদ, বটতৈল ইউনিয়নে মো. আব্দুল মজিদ বাবলু ও উজানগ্রাম ইউনিয়নে মীর আব্দুর রাজ্জাক।
এর মধ্যে শফি উদ্দীনের মনোনয়ন বাতিল হয়েছে ত্রুটিপূর্ণ আবেদনের কারণে।
এছাড়াও ২৫ বছর বয়স না হওয়ার কারণে বাতিল হয়েছে একজন সংরক্ষিত সদস্য প্রার্থী। সংরক্ষিত সদস্য পদে প্রার্থী থাকলো ১৩০ জন। আর সাধারণ সদস্য পদে ৩ জনের প্রার্থীতা বাতিল হওয়ায় বৈধ প্রার্থী থাকলো ৪০৭ জন।
বটতৈল ইউনিয়নে আব্দুল মজিদ বাবলুর মনোনয়ন বাতিল হলেও বৈধ প্রার্থী রয়েছে তার ছেলে সামছুল আলামিন জনি। আব্দুল মজিদ বাবলু বলেন, তিনি ঋণ পরিশোধ করলেও ব্যাংক তথ্য হালনাগাদ না করায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তিনি আপীল করবেন বলে জানিয়েছেন। আশা করেছেন প্রার্থী হিসেবে তিনি টিকে থাকবেন।
আরও পড়ুন:
বিদেশে ঠাঁই না পেয়ে, অবশেষে দেশে ফিরলেন ডা. মুরাদ
news24bd.tv/ কামরুল