চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি বাতানপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
আজ রোববার রাতে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। একই দিন ভুক্তভোগী তরুণী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
ভুক্তভোগী তরুণী একটি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
আরও পড়ুন:
বসের ধমক খেয়ে তেলের ডিপোতে আগুন দিলেন নারী কর্মী!
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে অব্য্যাহতভাবে হামলা
পরমাণু সমঝোতায় কোনো ছাড় দিবে না ইরান
মামলা সূত্রে জানা যায়, গত ৭ ডিসেম্বর রাত ১০টায় ঢাকার শনির আখড়ায় অবস্থিত একটি প্রতিষ্ঠানের ওই নারী বিক্রয় প্রতিনিধিকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোবাইলে মিজমিজি বাতানপাড়া এলাকায় ডেকে নিয়ে আসেন এক যুবক। পরে নির্জন স্থানে নিয়ে ভুক্তভোগী তরুণীকে ধর্ষণ করা হয়। পরে কৌশলে ভুক্তভোগী পালিয়ে আসেন। গতকাল শনিবার রাতে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে আজ রোববার মামলাটি গ্রহণ করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ধর্ষণের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ভুক্তভোগী অভিযুক্তের নাম-ঠিকানা কিছুই বলতে পারছেন না।
তিনি আরও জানান, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবকের পরিচয় শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
news24bd.tv/এমি-জান্নাত