ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সালন্দর মাদ্রাসার সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুর রাজ্জাক সবুজ (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১২ডিসেম্বর) বিকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সালন্দর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক সবুজ ঠাকুরগাঁও শহরের পূর্ব গোয়ালপাড়ার মৃত সাহাজাদ রহমানের ছেলে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারি অফিসার রেদওয়ান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঠাকুরগাঁও সালন্দর মাদ্রাসার সামনে একটি মাহিন্দ্র ট্রাকের তেলের টেংকি ফেটে রাস্তায় তেল ছড়িয়ে পড়েছিল।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম জানান, ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়।
news24bd.tv/ তৌহিদ